বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তিগুলোর মধ্যে ‘উল্লম্ফন’ দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন মুক্তিযুদ্ধের তাৎপর্যকে খাটো করে, ভুলিয়ে দিয়ে শুধু ‘২৪-এর জুলাই আন্দোলনকে বড় করে দেখাতে চাইছে।
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কোনো বিভক্তি আনতে চাই না। কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। ১৯৭১ সালকে যারা ভুলিয়ে দিতে চায়—তাদের লক্ষ্য একটাই—তারা ১৯৭১-কে অস্বীকার করতে চায়। আমাদের নেতা জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে যে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হয়েছি—সেটাকে তারা অস্বীকার করতে চায়।’
‘মনে রাখতে হবে সবসময়, একাত্তর হচ্ছে আমাদের অস্তিত্বের কথা, আমাদের পরিচিতির কথা, আমাদের স্বাতন্ত্র্যের কথা। সেইদিন যে ঘোষণা হয়েছিল স্বাধীনতার—সেই ঘোষণা হচ্ছে আমাদের নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের কথা’, যোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাধীনতা বিরোধী সমস্ত শক্তির অনেক বেশি উল্লম্ফন দেখতে পাই।’
এসব শক্তির উদ্দেশে তিনি বলেন, ‘একবার স্মরণ করুন অতীতের কথা। কারো নাম ধরে বলব না, কিন্তু নিজেদের অতীতকে স্মরণ করুন। ১৯৭১ সালে আপনাদের কী ভূমিকা ছিল।’
তিনি আরও বলেন, ‘আপনারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলে আখ্যায়িত করেছেন। যারা আমাদের হত্যা করেছিল, তাদের সঙ্গে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের বহু গুণী-জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছিলেন। আমরা একটু ভুলিনি।’
ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘হাসিনাকে বাংলাদেশে ফেরত দিন এবং তাকে আইনের মুখোমুখি করুন। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেবেন না, বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না।’



