Top Newsরাজনীতি

ফখরুলের কণ্ঠ নকল করে প্রচারিত ভিডিও ভুয়া বলে জানাল বিএনপি

মোহনা অনলাইন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সত্যতা অস্বীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির দাবি, ভিডিওটি সম্পূর্ণভাবে তৈরি ও সম্পাদিত—এতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মহাসচিবের কণ্ঠ ও ছবি বিকৃত করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করা হয়।

বিবৃতিতে বলা হয়, “কিছু কুচক্রী ব্যক্তি পুরনো প্রেস কনফারেন্সের দৃশ্য ও বক্তব্য জোড়া লাগিয়ে কিংবা কণ্ঠ অনুকরণ প্রযুক্তি ব্যবহার করে একটি মনগড়া ভিডিও তৈরি করেছে, যেখানে দেখা যাচ্ছে মহাসচিব নাকি এমপি প্রার্থীদের তালিকা ঘোষণা করছেন। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।”

বিএনপি জানায়, এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা। দলটি সকল নেতাকর্মী ও নাগরিককে এমন ভুয়া ও প্রযুক্তিনির্ভর প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button