বিনোদন

৬০ বছরে পা দিলেন শাহরুখ খান, শুভ জন্মদিন কিং খান

মোহনা অনলাইন

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান ৬০ বছরে পা রেখেছেন। আজ রবিবার (২ নভেম্বর) এই মহাতারকার জন্মদিন। ১৯৬৫ সালের এ দিনেই দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন শাহরুখ খান।

জানা গেছে, আলিবাগের নিজের ভিলায় পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ৬০তম জন্মদিন উদযাপন করবেন তিনি। এদিনের উদযাপনকে আরো বিশেষ করে তুলেছে তার আগামী ছবি ‘কিং’। আজই আসবে এর বিস্তারিত ঘোষণা।

ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এতে তার কন্যা সুহানা খানও অভিনয় করছেন। এই প্রথমবার বাবা-মেয়েকে এক সিনেমায় দেখা যাবে। ভক্তরা আগ্রহী হয়ে অপেক্ষা করছেন সিনেমাটি নিয়ে কী চমক আসে তা দেখতে ও জানতে।

‘কিং’-এর সঙ্গে শাহরুখ খান দুই বছরের বিরতির পর বড় পর্দায় ফিরছেন। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডাঙ্কি’-এর মাধ্যমে তিনি দর্শকের হৃদয় জয় করেছিলেন।

সূত্রের খবর, শাহরুখের ঘনিষ্ঠদের ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিরা ১ নভেম্বর থেকেই আলিবাগে পৌঁছে জন্মদিন উদযাপন শুরু করেছেন।

মুম্বাইতে সাধারণত শাহরুখ জন্মদিনের অনুষ্ঠান নিজের বাড়ি মান্নতে পালন করেন। সেখানে ভক্তরা তাকে দেখতে ও শুভেচ্ছা জানাতে পারেন। কিন্তু সম্প্রতি তার বান্দ্রার ঐতিহ্যবাহী বাড়িটি সংস্কারের কারণে পুরো পরিবার অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। এ কারণেই জন্মদিনের অনুষ্ঠান আলিবাগে নেওয়া হয়েছে।

জীবন গড়ার তাগিদে শাহরুখ দিল্লি থেকে এসেছিলেন মুম্বাইয়ে— ব্যাগে ছিল সামান্য কাপড়, দুচোখ ভরা স্বপ্ন আর মায়ের একটি ছবি। কে জানত সেই তরুণ একদিন হয়ে উঠবেন বলিউডের সবচেয়ে বড় তারকাদের একজন।

এ বছর অভিনেতার জন্য বিশেষ, কারণ তার সন্তানদের প্রতিভা বিকশিত এবং বাস্তবায়ন হতে দেখছেন তিনি। বড় ছেলে আরিয়ানের সিনেমা মুক্তি পেয়েছে। আর মেয়ের সঙ্গে ‘কিং’ ছবির প্রথম টিজার প্রকাশিত হওয়ার কথাও রয়েছে।

এদিকে, চলচ্চিত্র শিল্পে তার উত্তরাধিকার এবং অবদানের সম্মানে ৩১ অক্টোবর থেকে শুরু হয়ে দুই সপ্তাহের এসআরকে চলচ্চিত্র উৎসব চলছে, যা নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে।

পিভিআর আইএনওএক্স ৩০ এর বেশি ভারতীয় শহর এবং আন্তর্জাতিক মহলে ৭৫-এর বেশি সিনেমা হলে দুই সপ্তাহের উৎসবের ঘোষণা করেছে, যেখানে বলিউড বাদশাহকে সম্মান জানাতে তার আইকনিক ছবিগুলো প্রদর্শিত হবে।

জন্মদিনে অভিনেতার বন্ধু কোরিওগ্রাফার ফারাহ খান লিখেছেন, শুভ জন্মদিন রাজা, আরও ১০০ বছর রাজত্ব করুন।

ইনস্টাগ্রামে মনীশ মালহোত্রা শাহরুখ খানের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এবং তার জন্য জন্মদিনের নোট লিখেছেন। তাতে লেখা ছিল, TheoneandOnly @iamsrk তোমার আজকের জন্মদিন থেকে শুরু করে বড় জন্মদিন পর্যন্ত তোমার জন্য শুভ জন্মদিনের শুভেচ্ছা.., সবচেয়ে স্টাইলিশ এবং ফিট এবং সর্বত্র সেরা.. ৯০ এর দশক থেকে সর্বদা একই ব্যক্তিত্ব, সর্বদা প্রশংসা এবং ভালোবাসা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন, আমার ভাই শাহরুখ খানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা! তুমি তোমার অসাধারণ প্রতিভা এবং কারিশমা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করতে থাকো।

শাহরুখ খান ২ নভেম্বর মুম্বাইয়ের বান্দ্রার বালগন্ধর্ব রঙমন্দিরে ভক্তদের সঙ্গে দেখা করবেন। তার ফ্যান ক্লাবগুলির মাধ্যমে বিতরণ করা পাসসহ ভক্তদের জন্য প্রবেশাধিকার থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button