সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফরে যাচ্ছেন। এটি হবে ইতিহাসে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সরকারিভাবে ওয়াশিংটন সফর। শনিবার (১ নভেম্বর) দামেস্কে নিযুক্ত মার্কিন বিশেষ দূত টম ব্যারাক এই তথ্য নিশ্চিত করেন।
বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগ’-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টম ব্যারাক বলেন, ‘আমরা আশা করছি, প্রেসিডেন্ট শারার এই সফরের মাধ্যমে সিরিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী জোটে যোগ দেবে।’ হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, সফরটি আগামী ১০ নভেম্বরের দিকে অনুষ্ঠিত হতে পারে। এ সফরকে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া সিরীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট শারা ওয়াশিংটন সফরে যেতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সংরক্ষিত তথ্য অনুযায়ী, এর আগে কোনো সিরীয় প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সফর করেননি। তবে গত সেপ্টেম্বরে শারা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন।
গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে সিরিয়ার অবস্থান পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখছে। আসাদ আমলে পশ্চিমা বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়া সম্পর্কগুলো পুনরুদ্ধার করাই এসব কূটনৈতিক সফরের মূল উদ্দেশ্য।



