যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে
মোহনা অনলাইন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পারমাণবিক অস্ত্র নিয়ে বিস্ময়কর মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হাতে এত পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে যে তা দিয়ে পৃথিবীকে ১৫০ বার পর্যন্ত উড়িয়ে দেওয়া সম্ভব। পাশাপাশি, ট্রাম্প রাশিয়া ও চীনের গোপন পারমাণবিক পরীক্ষা প্রসঙ্গ তুলে বলেন, তারা প্রকাশ্যে এটি স্বীকার করছে না।
সিএবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। রাশিয়া ও চীনও গোপনভাবে পরীক্ষা করছে, কিন্তু প্রকাশ্যে কিছু বলে না। সাক্ষাৎকারে উপস্থাপিকা নোরা ও’ডনেল বলেন, “বর্তমানে কেবল উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা করছে।” তখনই ট্রাম্প পাল্টা মন্তব্য করেন। মূলত, কয়েকদিন আগে ট্রাম্প ৩০ বছরের বেশি সময় পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন।
ট্রাম্প আরও বলেন, অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে, যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হিসেবে পরীক্ষা করছে না। তিনি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি নিয়ে গর্ব প্রকাশ করে বলেন, “আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে— যা আর কোনো দেশের নেই। রাশিয়া দ্বিতীয় স্থানে, চীন অনেক পিছিয়ে। তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছাবে।” ট্রাম্প প্রশ্ন তোলেন, অস্ত্র তৈরি করে পরীক্ষা না করলে কীভাবে কার্যকারিতা জানা যাবে।
তিনি পুনরায় বলেন, “আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব। রাশিয়ারও অনেক আছে, আর চীন দ্রুত এগোচ্ছে।” ট্রাম্পের এই মন্তব্য বিশ্বব্যাপী নিরাপত্তা ও পরমাণু উত্তেজনার দিক থেকে গুরুত্ববহ বিবেচিত হচ্ছে।



