রাজনীতি

নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর আয়কর নথির কপি সিআইডিকে দেয়ার আদেশ

মোহনা অনলাইন

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ও তার স্ত্রী তারিন হোসেনসহ চারজনের আয়কর বিবরণীর কপি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে প্রদানের অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ ঢাকার কর অঞ্চল-৮ কে এ নির্দেশ দেন।
অভিযুক্ত অন্যরা হলেন- মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও মাদারীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিক্সন চৌধুরীর পিএস মো. শাহাদাৎ হোসেন।
এদিন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান তাদের আয়কর নথি বিবরণী ও এর সাথে থাকা আনুসাঙ্গিক কাগজপত্র চেয়ে আবেদন করেন।
এসময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
ওই আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে অর্জিত অর্থ দুয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করে মানিলন্ডারিংসহ সম্পৃক্ত অপরাধের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন। এ সংক্রান্তে মানিলন্ডারিং অনুসন্ধান চলমান আছে।
অনুসন্ধানটির সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথি বিবরণী ও এর সাথে থাকা আনুসাঙ্গিক কাগজপত্র পাওয়া একান্ত আবশ্যক। অনুসন্ধানটির সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে ঢাকার কর অঞ্চল- ৮ এর উপ-কর কমিশনারকে আয়কর নথি বিবরণী ও এর সাথে থাকা আনুসাঙ্গিক কাগজপত্র করার আদেশ দানে আপনার সদয় মর্জি হয়।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button