Top Newsসংবাদ সারাদেশ

দুর্ঘটনারোধে বিনামূল্যে হেলমেট বিতরণ

মোহনা অনলাইন

জাতীয় সড়ক দিবস উপলক্ষে এবং দুর্ঘটনারোধে  বরগুনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং বিআরটিএ এর উদ্যোগে মোটরসাইকেল চালকদের বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের পৌর বাস টার্মিনাল-সংলগ্ন সড়কে চলাচল করা চালকদের এসব হেলমেট বিতরণ করা হয়।

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, জাতীয় সড়ক দিবস উপলক্ষে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই স্লোগানকে বাস্তবায়ন করতে সড়কে চলাচল করা বিভিন্ন মোটরসাইকেল চলাকদের হেলমেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়। পরে বরগুনা পৌর বাস টার্মিনাল-সংলগ্ন সড়কে চলাচল করা হেলমেট ছাড়া চালাকদের থামিয়ে ড্রাইভিং লাইসেন্সধারীদের বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়। এ ছাড়া, হেলমেট বিতরণের সময় প্রত্যেক চালককে হেলমেট পড়ে মোটরসাইকেল চালাতে সচেতন করা হয়।

বিনামূল্যে হেলমেট পেয়ে মোটরসাইকেল চালক বলেন, বাস টার্মিনালের সামনে থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম। আমার মাথায় হেলমেট না থাকায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে আমাকে একটি হেলমেট দিয়েছেন। তাদের পরামর্শ অনুযায়ী এখন থেকে নিয়মিত হেলমেট পড়েই মোটরসাইকেল চালাবো।

বিনামূল্যে মোটরসাইকেল চালকদের হেলমেট বিতরণের বিষয়ে বরগুনা বিআরটিএ এর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. হাবিবুর রহমান বলেন, সড়ক ও মহাসড়কে বিভিন্ন গাড়ির বেপরোয়া গতিসহ বিভিন্ন কারণে প্রায়সময়ই দুর্ঘটনা ঘটে। এ সব দুর্ঘটনায় বেশিরভাগ সময় মানসম্মত হেলমেট না পড়ায় মোটরসাইকেল চালকসহ আরোহীদের মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ কারণেই জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বরগুনায় মোটরসাইকেল চলাকদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তার লক্ষ্যে হেলমেট বিতরণ করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button