বিনোদন

ফের সঞ্চালকের আসনে তাহসান

মোহনা অনলাইন

জনপ্রিয় পারিবারিক বিনোদনমূলক অনুষ্ঠান ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আবারও ফিরছে নতুন মৌসুম নিয়ে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে—শিগগিরই শুরু হচ্ছে এর দ্বিতীয় সিজন, যেখানে আগের মতোই সঞ্চালকের ভূমিকায় থাকছেন গায়ক ও অভিনেতা তাহসান খান।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করে। তারা জানান, এই ডিসেম্বরেই শুরু হবে সিজন–২–এর শুটিং। নতুন মৌসুমে থাকবে আরও বেশি হাসি, মজা, আর জমজমাট পারিবারিক প্রতিযোগিতা। এবারের সিজনে ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এনটিভি।

তাহসান খান বলেন, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে বিশেষ একটি অনুষ্ঠান। এটি পরিবারের সদস্যদের আবারও একসাথে টেলিভিশনের সামনে বসতে উদ্বুদ্ধ করেছে—যেখানে থাকে মজার সব তর্ক-বিতর্ক, হাসি আর পারস্পরিক বোঝাপড়ার আনন্দ। নতুন সিজনে আরও বড় পরিসরে সারা দেশের নতুন নতুন পরিবারকে যুক্ত করতে, তাদের সঙ্গে হাসতে ও স্মৃতি তৈরি করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন–১ ছিল বিশাল সাফল্যমণ্ডিত। বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে অনুষ্ঠানটির ভিউ ছাড়িয়ে গেছে ১০০ কোটিরও বেশি, এবং ২.৫ কোটিরও বেশি ইউনিক দর্শক এতে সম্পৃক্ত ছিলেন। প্রথম সিজনের সব পর্ব এখনও বঙ্গতে বিনামূল্যে দেখা যাচ্ছে, যাতে দর্শকরা আবারও সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো উপভোগ করতে পারেন।

সিজন–২–এর রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সারাদেশের পরিবারগুলোকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন, মজা করতে চান, কিংবা মজার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত-তাদের সবার জন্যই এটি এক অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে।

প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সারাদেশ থেকে অংশ নিয়েছিল ৪৮টি পরিবার। প্রতিযোগিতার প্রতিটি পর্বে ছিল হাস্যরস, আবেগ, আর পরিবারের সবার মধ্যে মজার সব খুনসুটি। সেই সিজনে মোট ৩০ লক্ষ টাকারও বেশি পুরস্কার দেওয়া হয়।

প্রসঙ্গত, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ প্রথম সিজনে যেমন দর্শকের মন জয় করেছিল, আয়োজকরা আশাবাদী-দ্বিতীয় সিজনও সেই জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button