Top Newsআন্তর্জাতিক

ট্রাম্পের উদ্দেশে মামদানির কড়া বার্তা

মোহনা অনলাইন

নিউইয়র্কে মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট জোহরান মামদানি জয়ী হয়েছেন। নির্বাচনে জয়ের পর দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বার্তা দিয়েছেন ৩৪ বছর বয়সী এই নেতা।

এ সময় ট্রাম্পের উদ্দেশে মামদানি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, যেহেতু আমি জানি আপনি দেখছেন, আপনার জন্য আমার চারটি শব্দ আছে : আওয়াজ বাড়িয়ে দিন।’ এই কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত জনতা তীব্র চিৎকারে উল্লাস প্রকাশ করে।

মামদানি বলেন, ‘আমাদের একজনের কাছে পৌঁছাতে হলে আপনাকে (ট্রাম্প) আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে।’ তিনি আরও যোগ করেন, এই শহর, যা প্রেসিডেন্ট ট্রাম্পকে জন্ম দিয়েছিল, সেই শহরই তাকে পরাজিত করতে পারে।

মামদানি যখন ট্রাম্পকে নিয়ে কথা বলছিলেন, ঠিক তখনই ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লেখেন, ‘তাহলে এটা শুরু হলো!’

মামদানি ভাষণে ভোটারদের দেওয়া ‘পরিবর্তনের ম্যান্ডেট’-এর ওপর জোর দেন। তিনি বলেন, এই বিজয় নিউইয়র্কের ইতিহাসে এক নতুন ভোরের সূচনা করেছে। আমরা এমন একটি শহরের নিঃশ্বাস নিচ্ছি যা পুনর্জন্ম লাভ করেছে।

নবনির্বাচিত মেয়র তার প্রচারে সহায়তাকারী সকল সম্প্রদায়ের মানুষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিজ্ঞা করেন, তিনি ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবেন এবং এই শহরের সকল নাগরিক, বিশেষ করে অভিবাসীদের জন্য কাজ করবেন। মামদানি বলেন, ‘রাজনৈতিক অন্ধকারে এই সময়ে, নিউইয়র্ক হবে আলোর দিশা।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button