ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। গানের পাশাপাশি রাজনৈতিতেও যুক্ত তিনি। চলতি বছরের শুরু থেকে গুঞ্জন, বিহার রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মাঠে নামবেন তিনি। অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটলো। এবারের বিধানসভা নির্বাচনে ১২ জনের মধ্যে মৈথিলীকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিজেপি।
মৈথিলী ঠাকুরকে নেটিজেনরা চেনেন তার ইউটিউব ও ফেসবুকের ভিডিওতে দেখে। সেসব ভিডিওতে দেখা যায়, তিনি গাইছেন আর দুই ভাই যন্ত্রসংগীত বাজাচ্ছে। সামাজিকমাধ্যমে খুবই জনপ্রিয় এই মৈথিলী ঠাকুর এবার ভারতের বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে প্রার্থী হয়েছেন। রাজ্যের আলিনগর থেকে তিনি নির্বাচন করছেন।
২০১৭ সালে মৈথিলী ঠাকুর টেলিভিশন গানের প্রতিযোগিতা ‘রাইজিং স্টার’-এর ১ম সিজনে প্রতিযোগী ছিলেন। মৈথিলী ছিলেন অনুষ্ঠানের প্রথম ফাইনালিস্ট, তিনি ‘ওম নমঃ শিবায়’ গেয়ে সরাসরি ফাইনালে প্রবেশ করেন। তবে মাত্র দুটি ভোটে হেরে রানার আপ হন। অনুষ্ঠানের পর, তার সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
আজ বিজেপির প্রকাশিত দ্বিতীয় তালিকা ঘোষণা অনুযায়ী আলিনগর থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫ বছর বয়সী মৈথিলী।
বিহারের মধুবনী জেলার বেনিপট্টিতে মৈথিলীর বাড়ি। মিথিলা অঞ্চল, অর্থাৎ মধুবনী ও দ্বারভাঙা এলাকাকে কেন্দ্র করেই তার পরিচিতি। ১৯৯৫ সালে লালুপ্রসাদ যাদবের আমলে মৈথিলী ঠাকুরের পরিবার বিহার ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। সেখান থেকেই নির্বাচনে প্রার্থী হলেন তিনি।



