বিনোদন

জনপ্রিয় ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার অনুনয় সুদের মৃত্যু

মোহনা অনলাইন

জনপ্রিয় ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার অনুনয় সুদের মৃত্যু হয়েছে। আজ সকালে তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতির মাধ্যমে তাঁর পরিবার এই খবর নিশ্চিত করেছে। দুবাইয়ের ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার সুদের ইনস্টাগ্রামে ১.৪ মিলিয়নেরও বেশি ফলোয়ার ছিল। তাঁর বয়স হয়েছিল ৩২ বছর।

অনুনয় সুদের শেষ সোশ্যাল মিডিয়া কার্যকলাপ থেকে জানা যায় যে তিনি লাস ভেগাসে ছিলেন। তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় এবং তাঁর পরিবার গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছে।

অনুনয় সুদ নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেষ পোস্ট করেন গেল ৪ নভেম্বর। তিনি লিখেছিলেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি কিংবদন্তি এবং স্বপ্নের মতো সব গাড়ির মাঝে সপ্তাহান্ত কাটালাম। আপনারা কোনটা নিয়ে ঘুরতে যেতে চান?’

লাস ভেগাসের উইন হোটেলে অনুষ্ঠিত ‘কনকোর্স’ নামক একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুদ। সেখান থেকে পোস্টটি করেছিলেন। অনুষ্ঠানটিতে বিশ্বের সবচেয়ে বিরল, মূল্যবান এবং সুন্দর ডিজাইনের গাড়িগুলো প্রদর্শন করা হয়। এই কার শো প্রতি বছর নেভাদার লাস ভেগাসের উইন রিসোর্টে অনুষ্ঠিত হয়।

অনুনয় সুদ ভারতের একজন জনপ্রিয় ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার। পাশাপাশি তিনি একজন ফটোগ্রাফার ও উদ্যোক্তা। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন ফোর্বস তাকে ২০২৪ সালে ভারতের সেরা ১০০ ডিজিটাল তারকাদের মধ্যে স্থান দেয়। দুবাইতে তার একটি ডিজিটাল পারফরম্যান্স ও মার্কেটিং এজেন্সি রয়েছে। এ ইনফ্লুয়েন্সার ৪৬টি দেশ ভ্রমণ করেছেন এবং তার লক্ষ্য ছিল ১৯৫টি দেশ।

সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় সুদ। ইনস্টাগ্রামে তার ১.৪ মিলিয়নেরও বেশি ফলোয়ার ছিল। অনুনয় সুদের হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাদের মাঝে। পরিচিতজনরাও প্রকাশ করেছেন শোক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button