গাজীপুরের টঙ্গী এলাকায় শনিবার দুপুরে একটি তুলার গুদামে আগুন লেগেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় গুদামে আগুনের সূত্রপাত ঘটে। কালো ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন।



