Top Newsঢাকা

চালু হলো ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস

মোহনা অনলাইন

দীর্ঘ প্রতীক্ষার পর টিটিপাড়া আন্ডারপাস সর্বসাধারণের যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সকালে রেলপথ মন্ত্রণালয়ের নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন পরিদর্শনে গিয়ে এটি চালু করার নির্দেশ দেন।

এই আন্ডারপাস চালুর ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো।

এদিন সকালে আন্ডারপাসটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এসময় উপস্থিত ছিলেন বিশেষ সহকারী শেখ মইন উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

নতুন এই আন্ডারপাসে লেন রয়েছে মোট ছয়টি। চারটি লেন দিয়ে চলবে যান্ত্রিক যানবাহন, বাকি দুটি লেন দিয়ে চলাচল করবে রিকশা, সাইকেল ও পথচারীরা। পাঁচ মিটার উচ্চতার যানবাহনও সহজেই নিচ দিয়ে চলাচল করতে পারবে। এখন থেকে রেল চলবে উপর দিয়ে, নিচ দিয়ে চলাচল করবে অন্যান্য যানবাহন।

স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, রেল ক্রসিংয়ে ট্রেন এলেই যানবাহন থেমে থাকত ঘণ্টার পর ঘণ্টা, মাত্র আধা কিলোমিটার পথ পাড়ি দিতে কখনও সময় লাগত এক ঘণ্টা পর্যন্ত। বাধ্য হয়ে অনেকে খিলগাঁও বা গোলাপবাগ ঘুরে যাতায়াত করতেন।

এই আন্ডারপাস চালুর ফলে মতিঝিল, মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার সড়কসংযোগে এখন আর ট্রেনের সিগনালে আটকে থাকতে হবে না। এটি খুলে দেওয়ায় এলাকার দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button