৭ নভেম্বর ফুটফুটে পুত্র সন্তানের মা হয়েছেন ক্য়াটরিনা। গোটা বলিউড ক্যাটরিনা ও ভিকিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। কৌশল পরিবারেও খুশির হাওয়া। জ্যোতিষ শাস্ত্র মতে, ৭ নভেম্বর দিনটি ছিল দারুণ শুভ। এদিন বহু গ্রহের ঘটেছে মহাযোগ। যা কিনা খুবই শুভ ফলদায়ক। জ্যোতিষ শাস্ত্রে এরকম তিথিতে সন্তানের জন্মকে খুবই শুভযোগ হিসেবে মানা হয়।
সেই কথা মাথায় রেখেই জনপ্রিয় জ্য়োতিষী বিটঠল ভাট তৈরি করে ফেলেছেন ক্যাটরিনা ও ভিকির সন্তানের জন্মছক। ভিকি কৌশল – ক্যাটরিনা কইফের সন্তানের জন্মছকে বিরল যোগগুলির সমাহার। এমন বহু বিশেষ যোগ রয়েছে যা একে অনন্য করে তুলেছে। জন্মছকে পাওয়া গিয়েছে — দেলিশিয়াস যোগ, নীচভঙ্গ রাজযোগ, রাজযোগ, পাশ যোগ, বিমল যোগ, স্ব-চিকিৎসা যোগ, বন্ধু পূজ্য যোগ, মাতৃপক্ষীয় যোগ, যানযোগ, পারিজাত যোগ, ডাবল প্ল্যানেট যোগ এবং গ্রহরা সর্বোচ্চ স্বক্ষেত্রে অবস্থান করছে।
এই ছকটির বিশেষত্ব হলো — চন্দ্র তার উচ্চ রাশিতে, বৃহস্পতি উচ্চ রাশিতে এবং বৈশেষিকাংশে, শুক্র নিজ রাশি তুলায়, এবং মঙ্গল নিজ রাশি বৃশ্চিকে অবস্থান করছে। শিশুটির জন্মছকের কেবলমাত্র মৌলিক দিকগুলি নিয়েই এখানে আলোচনা করা হচ্ছে — যা জন্মের সময় বিবেচনা করা উচিত।
জন্মের সময় প্রথমেই দেখা হয়, লগ্নের পঞ্চম ঘরে কোনো পাপগ্রহ আছে কি না। এই ছকে শনির অবস্থান পঞ্চম ঘরে, ফলে এখানে পঞ্চমারিষ্ঠ দোষ বিদ্যমান। তাই জন্মের সময় শনি প্রশমনের ব্যবস্থা করা উচিত। তবে শিশুর স্বাস্থ্য ও আয়ু অত্যন্ত শুভ। মাতার পক্ষে এই জন্মচক্র শুভ, কারণ চন্দ্র উচ্চ রাশিতে। তবে সামান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে — যেমন ত্বকের রোগ বা মানসিক অস্থিরতা। এর কারণ, শিশুর জন্মের সময় কেতু চতুর্থ ঘরে, এবং সিংহ রাশির অধিপতি সূর্য তুলায় নীচে অবস্থান করছে। তাছাড়া রাহুও বৃশ্চিক লগ্নের চতুর্থ ঘরে অবস্থান করায় মাতার ক্ষেত্রে সামান্য শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে।
লগ্ন থেকে নবম ঘরে বৃহস্পতির অবস্থান এবং নবম ঘরের অধিপতি কর্কট রাশির বৃহস্পতি উচ্চে অবস্থান করছে। লগ্নের একাদশ ঘরে মকর রাশির অধিপতি শনি শুভ স্থানে অবস্থান করছে। এই সমস্ত যোগের ফলে পিতা উপকৃত হবেন, যদিও সূর্যের অবস্থান কিছুটা দুর্বল
ত্রুটিগুলি থাকা সত্ত্বেও এটি একটি অত্যন্ত শুভ জন্মছক। বৃহস্পতি, যা বৃষ রাশির অষ্টম ঘরের অধিপতি, উচ্চে অবস্থান করছে। ফলে শিশুটির আয়ু দীর্ঘ হবে। তাছাড়া বুধ, যা বৃশ্চিক লগ্নের অষ্টম ঘরের অধিপতি, মঙ্গল (বন্ধুগ্রহ) সহ লগ্নে অবস্থান করছে — এটি দীর্ঘায়ুর শুভ সংকেত।
অগাধ জ্ঞান ও শিক্ষায় কৃতিত্ব বৃহস্পতি, যাকে জ্ঞানের গ্রহ বলা হয়, উচ্চে অবস্থান করায় শিশুটি অত্যন্ত মেধাবী ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হবে। বুধ ও বৃহস্পতি উভয়েই শুভ অবস্থানে, ফলে শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা অর্জন করবে। শুক্র নিজ রাশি তুলায় অবস্থান করছে — জন্মরাশির অধিপতি হিসেবেও এটি বিশেষ শুভ। চন্দ্র বৃষে উচ্চে অবস্থান করায় মানসিক ও শারীরিক স্বাস্থ্য, বিশেষত মাতৃস্নেহ, জন্মের পর অন্তত আট বছর পর্যন্ত অত্যন্ত শুভ থাকবে।
নিজের দেশে বড় হওয়াই শ্রেয়। এই শিশুর জন্মরাশি বৃশ্চিক, যার অধিপতি মঙ্গল — ফলে শিশুর মধ্যে জেদ ও দৃঢ়তা প্রবল থাকবে। বৃষে চন্দ্র উচ্চে থাকায় শিশুটি অসাধারণ সৌন্দর্যের অধিকারী হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শিশুটিকে নিজের দেশেই বড় করা উচিত, অন্তত রাহু দশা শুরু না হওয়া পর্যন্ত। বিদেশে বড় করার চেষ্টা করলে কিছু সমস্যার সম্ভাবনা রয়েছে। তাই ভারতের মধ্যেই তাকে বড় করা শ্রেয়।
পরিবারের আরও এক সন্তানের যোগ লগ্ন থেকে তৃতীয় ঘরে উচ্চ বৃহস্পতির দৃষ্টি এবং চন্দ্ররাশি থেকে তৃতীয় ঘরে বৃহস্পতি অবস্থান করায় ভ্রাতৃযোগ দেখা যাচ্ছে — অর্থাৎ ভবিষ্যতে আরেকটি সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্যত ছেলে সন্তান হওয়ার যোগই প্রবল, তবে তা কিছুটা দেরিতে হবে, কারণ শনি তৃতীয় ঘরে অবস্থান করছে।



