রাজনীতি

সবার অংশগ্রহণে দেশ গড়তে চায় বিএনপি, নতুন সমীকরণের জামায়াত

মোহনা অনলাইন

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যরিস্টার কায়সার কামালের ভাষ্য, সবাইকে নিয়ে সরকার গঠনের পক্ষে বিএনপি হাইকমান্ড। যদিও বিএনপির বিপরীতে এবার শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠার চেষ্টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। যদিও গুঞ্জন আছে ভেতরে-ভেতরে আসন সমঝোতার জন্য তারাও আলাপ চালাচ্ছে বিএনপির সঙ্গে।

তবে, এমন কথা উড়িয়ে দিচ্ছে জামায়াত। দলটি মনে করে, সতন্ত্র আদর্শ ছাড়া কেবল জোটের সরল অংক খুব বেশি কাজে আসবে না এবারের নির্বাচনে।

তবে ভোটের মাঠে জোটের দাপট যতই থাকুক সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে দ্বিমত মত নেই বড় দুই দলের।

এদিকে জামায়াত মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, যখন আপনি দেশের স্বার্থ আর ব্যক্তি স্বার্থের মুখোমুখি হবেন, তখন বুঝতে পারবেন কে নিজেরটা রক্ষা করে আর কে দেশরটা রক্ষা করে। এই পরীক্ষায় জামায়াতের লোকজন অন্য অনেকের চেয়ে ভালো করবে। আমার ধারণা আগামী নির্বাচনে অনেকেরই পূর্বপরিকল্পনা বা পূর্ব থেকে ধারণা কোনোটিই ওয়ার্ক করবে না (কাজে আসবে না)। এখানে হয়তো খুব বড় একটি পরিবর্তন আসবে। এমন কিছুও হতে পারে, যা আমরা কেউ ভাবিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button