ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে বাসচালক জুলহাস মিয়া (৩৫) ঘটনাস্থলেই মারা গেছেন।
সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে, প্রায় সাড়ে ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুলহাস উপজেলার কৈয়ারচালা গ্রামের সাজু মিয়ার ছেলে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, গভীর রাতে অজ্ঞাত কিছু ব্যক্তি আলম এশিয়া পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং চালক জুলহাস মিয়া আর বের হতে পারেননি। ঘটনাস্থলেই তিনি দগ্ধ হয়ে প্রাণ হারান।
পুলিশ আগুনে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করেছে এবং জুলহাস মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
স্থানীয়দের মতে, রাতের নিরবতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার কারণ ও পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।



