Top Newsআন্তর্জাতিক

নয়াদিল্লিতে বিস্ফোরণ, পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

মোহনা অনলাইন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঐতিহাসিক লালকেল্লার কাছে হওয়া এই বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ঘটনাটির অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তাসংস্থা পিটিআইকে বলেন, “আমরা দিল্লির লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের বিষয়ে অবগত আছি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত।”

বিস্ফোরণটি ঘটে সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ট্রাফিক সিগন্যালে থেমে থাকা একটি ধীরগতির গাড়িতে। শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি ছিন্নভিন্ন হয়ে যায় এবং আশপাশের আরও কয়েকটি যানবাহন আগুনে পুড়ে যায়।

ঘটনার সময় এলাকা ছিল জনাকীর্ণ। ব্যস্ত সন্ধ্যার সেই মুহূর্তে সড়কজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিস্ফোরণে অন্তত ২৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দিল্লির লোক নায়ক জয়প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর পুরো লালকেল্লা ও আশপাশের এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণের কারণ ও সম্ভাব্য জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button