অসুস্থ বলিউড অভিনেতা গোবিন্দা। সূত্রে খবর, মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই হঠাৎ অজ্ঞান হয়ে যান। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হাসপাতালে। এখন আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিনেতার বিভিন্ন প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করা হচ্ছে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।
মঙ্গলবার রাতে মুম্বইয়ের জুহুর বাড়িতে আচমকাই অজ্ঞান হয়ে পড়েন গোবিন্দা। পরিবারের সদস্যরাই তড়িঘড়ি তাঁকে স্থানীয় ক্রিটিকেয়ার হাসপাতাল-এ নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, ৬১ বছর বয়সী এই অভিনেতা মাথা ঘোরা অনুভব করছিলেন, এরপরই তিনি অজ্ঞান হয়ে পড়েন।
গোবিন্দের ঘনিষ্ঠ বন্ধু ও আইনি উপদেষ্টা ললিত বিন্দল জানান, “মঙ্গলবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গোবিন্দাজি। আমরা টেলিফোনে চিকিৎসকের সঙ্গে কথা বলি, তাঁকে ওষুধ দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় রাত ১টার সময় জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।”
অভিনেতার অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন অনুরাগীরা। তবে ললিত বিন্দল জানিয়েছেন, গোবিন্দার শারীরিক অবস্থা এখন আপাতত স্থিতিশীল। তাঁর একাধিক মেডিক্যাল টেস্ট হয়েছে। তবে রিপোর্ট এখনও আসেনি। তাই ঠিক কী কারণে গোবিন্দ অজ্ঞান হয়ে পড়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তিনি পর্যবেক্ষণে রয়েছেন।
কয়েকমাস আগেই পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন গোবিন্দা। জানা গেছিল, তাঁর লাইসেন্সপ্রাপ্ত রিভলবার থেকেই দুর্ঘটনাটি ঘটে। তাঁর হাঁটুর নীচের অংশে অস্ত্রোপচার করা হয়েছিল।
সেই ঘটনার কথা পরে গোবিন্দা নিজেই জানিয়েছিলেন, “আমি কলকাতায় শো-এর জন্য বেরোচ্ছিলাম। ভোর ৫টার সময় বন্দুকটা আলমারিতে রাখতে গিয়ে হাত ফসকে পড়ে যায় আর তখনই সেটা থেকে গুলি বেরিয়ে আমার পায়ে এসে লাগে। এক মুহূর্তে বুঝে উঠতে পারিনি, কিন্তু পরক্ষণেই দেখি ফোয়ারার মতো রক্ত ঝরছে।”



