Top Newsআন্তর্জাতিক

জলবায়ু সংকট আসলে স্বাস্থ্য সংকট: ডব্লিউএইচও

মোহনা অনলাইন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি জানিয়েছে যে, জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশগত সমস্যাই নয়, এটি সরাসরি মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। সংস্থাটি বলছে, স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকির দিকটি জলবায়ু আলোচনার মূল অঙ্গ হিসেবে আনতে হবে।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস গত সপ্তাহে ব্রাজিলের বেলেমে চলমান কপ-৩০ সম্মেলনে অংশগ্রহণ করেন। সেখানে তিনি জলবায়ু আলোচনায় স্বাস্থ্যকে আরও গুরুত্বপূর্ণ স্থান দেওয়ার আহ্বান জানান। কারণ, মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সবচেয়ে প্রাথমিক ও জরুরি দাবি, যা জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে টেড্রোস বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সবচেয়ে শক্তিশালী যুক্তি হলো মানুষের স্বাস্থ্য। কিন্তু দীর্ঘদিন ধরে জলবায়ু আলোচনায় স্বাস্থ্যকে উপেক্ষা করা হয়েছে।” তিনি আরও যোগ করেন, “মানুষকে নিজেদের বা সন্তানদের স্বাস্থ্য রক্ষার প্রয়োজন বোঝানো অনেক সহজ, কিন্তু হিমবাহ বা জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব বোঝানো ততটা সহজ নয়। তবে দুটোই গুরুত্বপূর্ণ; স্বাস্থ্য মানুষের কাছে আরও কাছের বিষয়।”

টেড্রোস জানান, বৃহস্পতিবার কপ-৩০ সম্মেলনে স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হবে। এদিন আয়োজক দেশ ব্রাজিল একটি স্বাস্থ্যকেন্দ্রিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা ঘোষণা করবে। এই পরিকল্পনা অন্যান্য দেশগুলোকে তাদের স্বাস্থ্যব্যবস্থা প্রস্তুত করতে এবং জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকির মোকাবিলা করতে সহায়তা করবে।

ডব্লিউএইচও’র পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধান রুডিগার ক্রেখ বলেন, “যদিও পূর্বে জলবায়ু সম্মেলনগুলোতে স্বাস্থ্য নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবুও আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত আলোচনার কোনো স্থায়ী স্থান তৈরি হয়নি। এখন সময় এসেছে স্বাস্থ্যকে আনুষ্ঠানিক আলোচনার অংশ করার।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button