আগামী দিনের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, চরিত্র গঠন ও আধুনিক জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত পল্লবী বিদ্যানিকেতন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফজয়ী অধিনায়ক আমিনুল হক।
অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যুগোপযোগী শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং প্রযুক্তি জ্ঞান দিয়ে গড়ে তুলতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি শিক্ষিত ও সচেতন সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, খেলাধুলা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং শিক্ষাক্ষেত্রে ‘খেলাধুলা বিষয়ক বই’ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে আরও দৃঢ় ও সুস্থভাবে বেড়ে উঠতে পারে।”
আমিনুল হক আশ্বাস দেন, নির্বাচিত হলে পল্লবীসহ পুরো ঢাকা-১৬ আসনের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা অবকাঠামো উন্নয়ন, খেলাধুলার মাঠ সংরক্ষণ, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের বৃত্তি ও আধুনিক শিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করা হবে।
সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা আমিনুল হকের শিক্ষা ও খেলাধুলা বিষয়ে উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন।



