বিয়ের নির্ধারিত মেয়াদ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বলিউডের তারকা অভিনেত্রী কাজল। টুইঙ্কেল খান্নাকে নিয়ে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শিরোনামে টক শো সঞ্চালনা করছেন কাজল। এ শোয়ে এমন মন্তব্য করেন ‘বাজিগর’খ্যাত এই অভিনেত্রী।
‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শোয়ের পরবর্তী পর্ব আজ মধ্যরাতে মুক্তি পাবে। কাজল-টুইঙ্কেল সঞ্চালিত এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকি কৌশল ও কৃতি স্যানন। এ অনুষ্ঠানের ‘এগ্রি/ডিজএগ্রি’ সেগমেন্টে টুইঙ্কেল খান্না প্রশ্ন রাখেন, বিয়ের কী মেয়াদ থাকা উচিত? ভিকি, কৃতি ও টুইঙ্কেল বিপক্ষে (ডিজএগ্রি) অবস্থান নেন। তারপর টুইঙ্কেল হেসে বলেন, “না, এটা বিয়ে, ওয়াশিং মেশিন নয়।”
এরপর কাজল আগরওয়াল বলেন, “আমি মনে করি, অবশ্যই বিয়ের মেয়াদ থাকা উচিত। কে গ্যারান্টি দিতে পারে যে, আপনি সঠিক সময়ে সঠিক মানুষকেই বিয়ে করছেন? বিয়ে নবায়নের সুযোগ থাকা উচিত। তাহলে আমরা বেশিদিন কষ্ট পাব না।”
এরপর টুইঙ্কেলকে নিজের দলে টানার চেষ্টা করেন কাজল। কিন্তু কৃতি-ভিকির পক্ষেই অবস্থান নেন টুইঙ্কেল এবং কাজলের ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করেন তিনি।
এরপর প্রশ্ন রাখা হয়, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে প্রেম করা উচিত কি না? এ প্রশ্ন শুনেই কাজলকে জড়িয়ে ধরেন টুইঙ্কেল। তারপর টুইঙ্কেল বলেন, “আমাদের একজন কমন প্রাক্তন আছে। কিন্তু আমরা তার নাম বলতে পারব না।” এ কথা শুনে টুইঙ্কেলকে উদ্দেশ্য করে হাসতে হাসতে কাজল বলেন, “চুপ করো।”
অভিনেত্রীর এই মন্তব্যে অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি অস্থায়ী সম্পর্কই পছন্দ কাজলের? এর আগেও স্বামীদের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন কাজল। যা নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। তবে বিয়ের এক্সপায়ারি ডেট প্রসঙ্গে কাজলের মন্তব্যে প্রশ্ন উঠছে অজয়ের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন নিয়েও।



