চীনে গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় একক স্বর্ণের মজুতের সন্ধান পাওয়া গেছে। দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-পূর্ব লিয়াওনিং প্রদেশের দাদোংগৌ স্বর্ণ খনিতে ১ হাজার ৪৪৪ দশমিক ৪৯ টন প্রমাণিত স্বর্ণ মজুত শনাক্ত হয়েছে। ১৯৪৯ সালের পর এটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় স্বর্ণের আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে।
গত শুক্রবার বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, খনিটির অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে এবং এটি এখন উন্নয়ন ও স্বর্ণ উত্তোলনের জন্য প্রস্তুত। খনিটিকে ‘অতিবৃহৎ’ উন্মুক্ত খনি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭২০ মিটার উচ্চতার উপরের বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ দশমিক ৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে, যেখানে প্রতি টনে গড়ে ০ দশমিক ৫৬ গ্রাম স্বর্ণ মজুত পাওয়া যাবে।
গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী, মাত্র ১৫ মাসের অনুসন্ধান কার্যক্রমের মধ্যেই এই খনির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে ‘দ্রুত ও উচ্চমানের’ খনিজ অনুসন্ধানের আদর্শ মডেল হিসেবে বিবেচিত হতে পারে।



