Top Newsআন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিলেন সৌদি ক্রাউন প্রিন্স

মোহনা অনলাইন

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ব্যাপকভাবে বাড়ানোর এ ঘোষণা দিয়ে তিনি বলেন, দেশটির বর্তমান ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে নেওয়া হবে।

বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

হোয়াইট হাউসে দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশে একথা বলেন মোহাম্মদ বিন সালমান। তিনি জানান, আমরা আগামীকালের মধ্যেই জানাতে পারবো, এই ৬০০ বিলিয়ন ডলারের প্রকৃত বিনিয়োগ বাড়িয়ে আমরা প্রায় ১ ট্রিলিয়ন ডলার করতে চাচ্ছি। এছাড়া প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আরও বিভিন্ন খাতে বহু চুক্তি স্বাক্ষর করবে বলে জানায় এমবিএস। তাদের মতে, এ চুক্তিগুলো বড় বিনিয়োগের পথ তৈরি করবে।
এমবিএসের এ মন্তব্য ট্রাম্প কিছুটা বিস্ময় প্রকাশ করে প্রশ্ন করেন, আপনি বলছেন, এই ৬০০ বিলিয়ন একসময় ১ ট্রিলিয়ন হবে। উত্তরে এমবিএস জানায়, আমাদের আজকের চুক্তি আগামীতে আমাদের বিনিয়োগ বৃদ্ধিকে সহজ করবে এবং এ পর্যায়ে নিয়ে যাবে।
সৌদি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যেহেতু আমার বন্ধু, সেহেতু এটি পরবর্তী সময়ে ১ ট্রিলিয়ন ডলার হতে পারে। তবে এটা নিয়ে আমাকে আরও কাজ করতে হবে। আমরা ৬০০ বিলিয়ন নিশ্চিত ভাবেই ধরতে পারি, এ সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ প্রোসডেন্ট ট্রাম্প ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠককে সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ দিন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে কয়েকটি বড় দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। এই চুক্তিগুলো দুই দেশে বিনিয়োগ বাড়াবে, সৌদি ও মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে ভূমিকা পালন করবে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button