তিন দফা দাবিতে চলতি মাসে রাজধানী ঢাকায় টানা তিন দিন অবস্থানের পর ১১তম গ্রেড দেওয়ার আশ্বাসে গত ১২ নভেম্বর থেকে ক্লাসে ফেরেন তারা। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সরকারের ‘দৃশ্যমান কোনো পদক্ষেপ’ না থাকায় ফের কর্মবিরতির যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।
প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়ন পরিষদের এক আহ্বায়ক বলেন, ‘আমরা দাবির বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন চাইব। এক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে। ওই সময়সীমার মধ্যে দাবি পূরণ না করলে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে আবার কর্মবিরতির কর্মসূচির ঘোষণা আসতে পারে।’ শিক্ষকরা কর্মবিরতিতে গেলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিয়ে সংশয় দেখা দেবে।
প্রাথমিকের সহকারী শিক্ষকরা দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে যে আন্দোলন করছেন, তা মূলত কয়েকটি শিক্ষক সংগঠনের মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ব্যানারে।
এবার তাদের কর্মসূচি হতে পারে ‘নো টেনথ গ্রেড, নো ওয়ার্ক’। অর্থাৎ দশম গ্রেড না দিলে তারা ক্লাসে বা কোনো ধরনের শিক্ষা কার্যক্রমে অংশ নেবেন না।



