আন্তর্জাতিক

রেকর্ড গড়ে দশমবারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতিশ কুমার

মোহনা অনলাইন

আজ পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে নীতীশ কুমার দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সকাল ১১:৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে  আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে সিসিটিভি নজরদারি।   শপথগ্রহণের আগের দিন নীতীশ কুমার পদত্যাগ করেন, রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকার গঠনের দাবি জানান। এর আগে নীতীশ কুমার সর্বসম্মতিক্রমে এনডিএ বিধায়ক দলীয় নেতা নির্বাচিত হন।

শুক্রবার পাটনার গান্ধী ময়দানে নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। নীতীশ কুমারের সঙ্গে দুজন উপ-মুখ্যমন্ত্রী এবং প্রায় ২০ জন মন্ত্রী শপথ নেবেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি ৮৯টি আসন এবং জেডিইউ ৮৫টি আসন জয়ী হয়েছে, যার ফলে এনডিএ নিরঙ্কুশ জয় অর্জন করেছে। আরজেডি মাত্র ২৫টি আসন পেয়েছে, কংগ্রেস ছয়টি এবং এআইএমআইএম পাঁচটি আসনে সন্তুষ্ট হয়েছে।

নীতীশ কুমার যদি এই মেয়াদ সম্পূর্ণ করেন, তাহলে তিনি দেশের সবচেয়ে বেশিদিন কুর্সিতে বসা মুখ্যমন্ত্রীদের তালিকার শীর্ষস্থানের অধিকারী হবেন। বর্তমানে ভারতের দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রীর তালিকায় শীর্ষে রয়েছেন সিকিমের পবন কুমার চামলিং (২৪ বছর ১৬৫ দিন), ওড়িশার নবীন পট্টনায়ক (২৪ বছর ৯৯ দিন), পশ্চিমবঙ্গের জ্যোতি বসু (২৩ বছর ১৩৭ দিন) এবং অন্যান্যরা। নীতীশ কুমারের বর্তমান মেয়াদ ১৯ বছর ৯৩ দিন। আগামী পাঁচ বছর বাধাহীনভাবে কাটালে ভারতের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে তাক লাগাবেন নীতীশ কুমার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button