টানা তিন দফা কমার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। যার প্রভাব পড়ছে দেশের বাজারেও। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ নভেম্বর) এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চে পৌঁছেছে স্বর্ণের দাম।
বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেছেন, স্বর্ণের দাম বাড়ছে মূলত সুদের হার কমানোর প্রত্যাশার কারণে, যা এখন দ্রুত বাড়ছে।
ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার বলেছেন, চাকরির বাজার এতটাই দুর্বল যে ডিসেম্বরে আরও এক দফা সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে। এর আগে নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছিলেন, মার্কিন সুদের হার খুব দ্রুতই কমতে পারে।
বাজার বিশ্লেষণী টুল সিএমই ফেডওয়াচ বলেছেন, বিনিয়োগকারীরা এখন ডিসেম্বরে সুদের হার কমানোর ৮১ শতাংশ সম্ভাবনা দেখছেন, যা গত সপ্তাহে ছিল মাত্র ৪০ শতাংশ। যেহেতু কম সুদের হারে স্বর্ণ বেশি লাভজনক হয়, তাই এই প্রত্যাশা স্বর্ণের দাম বাড়াচ্ছে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৫১ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম এক শতাংশ বেড়ে এক হাজার ৫৫৯ দশমিক ৬১ ডলারে ও প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে এক হাজার ৩৯৯ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।



