জাতীয়

ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে : সানাউল্লাহ

মোহনা অনলাইন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হিসেবে অভিহিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচনের প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যত্যয় ঘটানো হলে তাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপের সময় নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, কোনো পর্যবেক্ষক ব্যক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাতিত্ব করতে পারবে না। পর্যবেক্ষকদের তালিকা তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে কমিশনে জমা দিতে হবে।

তিনি আরও বলেন, মানহীন পর্যবেক্ষক নির্বাচনের জন্য প্রয়োজন নেই; কমিশন শুধুমাত্র মানসম্পন্ন ও নিরপেক্ষ পর্যবেক্ষণ চাই।

তিনি উল্লেখ করেন, কোনো বিদেশি নাগরিক দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষণ করতে পারবেন না। বিদেশি পর্যবেক্ষক হিসেবে কাজ করতে হলে তাদের নিজ দেশের আইন অনুযায়ী আবেদন করতে হবে।

নির্বাচন কমিশনার আরও জানান, পর্যবেক্ষকরা নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন—মোট তিনদিন তাদের দায়িত্ব পালন করবেন। ভুয়া পর্যবেক্ষকদের চিহ্নিত ও প্রতিরোধ করতে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পর্যবেক্ষকদের পরিচয়পত্রে কিউআর কোড (QR Code) ব্যবহার করা হবে, যা জালিয়াতি প্রতিরোধে সহায়ক হবে।

তিনি সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানান এবং বলেন, ভালো নির্বাচনের জন্য সবার সমন্বয় জরুরি। এছাড়া, পর্যবেক্ষকদের যথাযথভাবে দায়িত্ব পালন নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নির্বাচন কমিশনার সানাউল্লাহর এই ঘোষণা আগামী নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button