Top Newsসংবাদ সারাদেশ

বগুড়ায় দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

মোহনা অনলাইন

বগুড়ার শাজাহানপুরে একই ঘর থেকে দুই শিশু সন্তানের গলা কাটা ও তাদের মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই শিশুকে গলাকেটে হত্যার পর ফাঁসিতে ঝুলে মা আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সাদিয়া মোস্তারিম (২৪) এবং তার দুই সন্তান সাইফা (৪) ও সাইফ (২)। সাদিয়ার স্বামী শাহাদত হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। তিনি ময়মনসিংহে কর্মরত থাকলেও এক সপ্তাহ আগে ছুটিতে বাড়ি আসেন।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাদিয়া মোস্তারিম রান্নাঘরের বটি দিয়ে দুই সন্তানকে গলা কেটে হত্যা করেন। পরে নিজেও গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরে ঝুলে আত্মহত্যা করেন। ঘটনার সময় শাহাদত হোসেন পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন।

পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি উদ্ধার করেছে। প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য শাহাদত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান ওসি। স্বাভাবিক হলে তাকে জিজ্ঞেস করা হবে।

পরে তিনজনের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, “ঘটনার রহস্য উদ্ঘাটনে আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এটা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button