Top Newsআন্তর্জাতিক

বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হলো ঢাকা

মোহনা অনলাইন

জাতিসংঘের World Urbanization Prospects 2025 প্রতিবেদন অনুসারে বিশ্বের সর্ববৃহৎ জনবহুল শহরের  দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার জনসংখ্যা ৩৬.৬ মিলিয়ন। তালিকার শীর্ষে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটিতে বর্তমানে বসবাস করছে ৪১.৯ মিলিয়ন মানুষ। ৎ

এক সময়ের শীর্ষ শহর জাপানের টোকিও ৩৩.৪ মিলিয়ন (৩ কোটি ৩৪ লাখ) জনসংখ্যা নিয়ে এখন তৃতীয় স্থানে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স প্রকাশিত ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্টস ২০২৫ প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালের মূল্যায়নে টোকিও প্রথম স্থানে থাকলেও জাকার্তা ও ঢাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধি বৈশ্বিক শহর র‌্যাংকিংয়ে বড় পরিবর্তন এনেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের বৃহত্তম নগরীতে পরিণত হতে পারে।

বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এশিয়ায় অবস্থিত। শীর্ষ ১০-এর মধ্যে ৯টি শহরই এশিয়ার। তালিকায় থাকা অন্যান্য শহর হলো ভারতের নয়াদিল্লি ৩০.২ মিলিয়ন (৩ কোটি ২ কোটি), চীনের সাংহাই ২৯.৬ মিলিয়ন (২ কোটি ৯৬ লাখ), গুয়াংজু ২৭.৬ মিলিয়ন (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা ২৪.৭ মিলিয়ন (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা ২২.৫ মিলিয়ন (২ কোটি ২৫ লাখ), দক্ষিণ কোরিয়ার সিউল ২২.৫ মিলিয়ন (২ কোটি ২৫ লাখ)।

এই তালিকায় এশিয়ার বাইরে একমাত্র শহর হলো মিসরের রাজধানী কায়রো, যার জনসংখ্যা ৩২ মিলিয়ন (৩ কোটি ২ লাখ)।

এছাড়া ব্রাজিলের সাও পাওলো ১৮.৯ মিলিয়ন (১ কোটি ৮৯ লাখ) জনসংখ্যা নিয়ে আমেরিকার সবচেয়ে বড় শহর এবং নাইজেরিয়ার লাগোস সাব-সাহারান আফ্রিকার বৃহত্তম নগরী হিসেবে উল্লেখ হয়েছে।

জাকার্তাও জলবায়ু পরিবর্তনের বড় হুমকির মুখে। ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে শহরের প্রায় এক-চতুর্থাংশ এলাকা পানির নিচে চলে যেতে পারে। তাই ইন্দোনেশিয়া সরকার বোরনিও দ্বীপের পূর্ব কালিমান্তানে নুসান্তারা নামে নতুন রাজধানী নির্মাণ করছে। তবে জাতিসংঘের পূর্বাভাস বলছে, একই সময়ে জাকার্তায় আরও ১০ মিলিয়ন (১ কোটি) মানুষ যোগ হতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button