সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরে দেশের জনপ্রিয় নারী তারকাদের পোস্টে দেখা যাচ্ছে কিছু অদ্ভুত সংখ্যা—কারও ছবিতে লেখা ‘৯’, কারও ‘২৪’, আবার কারও ‘১০০০’।
নেটিজেনদের মনে প্রশ্ন—এই সংখ্যার মানে কী?
অবশেষে সামনে এসেছে আসল সত্য। এই সংখ্যাগুলো কোনো খেলা নয়—ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে এক প্রতিবাদী আন্দোলন, যার নাম “My Number, My Rules” তারকারা তাদের ছবির ওপর যে সংখ্যা লিখছেন, সেটাই জানায় প্রতিদিন তারা কতবার অনলাইনে হয়রানির শিকার হন।
২৫ নভেম্বর আন্দোলনটি শুরু করেন নুসরাত ইমরোজ তিশা। তার ছবিতে থাকা সংখ্যা—‘৯’।
অর্থাৎ প্রতিদিন অন্তত ৯ বার তাকে হয়রানির মুখে পড়তে হয়।
তিশার ভাষায়— “মানুষ শুধু একটি সংখ্যা দেখে, কিন্তু সেই সংখ্যার পেছনে আমার সহ্য করা সব কষ্ট লুকিয়ে আছে।”
এর পরেই যুক্ত হন আরও অনেক তারকা— রুনা খান — ২৪ বার, শবনম ফারিয়া — ১০০০ বার, দিঘী — ৩ বার, মৌসুমী হামিদ — ৭২ বার, পুতুল — ৯ বার, আশনা হাবিব ভাবনা — ‘৯৯+’
রুনা খান বলেন, “শুধু তারকা নয়, যেকোনো নারীই সোশ্যাল মিডিয়ায় হয়রানির শিকার। গত ১০ বছরে সোশ্যাল মিডিয়া দ্রুত ছড়ালেও অনেকেই এর সঠিক ব্যবহার শেখেনি।” তিনি আরও জানান, “নারীরা কখনোই শতভাগ নিরাপদ ছিলেন না। কিন্তু ৫ আগস্টের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে।”
ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে ১৬ দিনব্যাপী এই অনলাইন ক্যাম্পেইন চলছে—‘My Number, My Rules’এটি কেবল সংখ্যা নয়— প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি গল্প, একটি কষ্ট, এবং প্রতিবাদের একটি শক্ত কণ্ঠ।



