টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় বাংলাদেশির তোলা ‘নামাজের ছবি’
মোহনা অনলাইন
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিন ২০২৫ সালের সেরা ১০০ ছবির তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি আলোকচিত্রী আমির হামজার তোলা একটি নামাজের ছবি।
গত ৩ জুলাই নিউইয়র্কের ব্রঙ্কসে পার্কচেস্টার জামে মসজিদের সামনে ছবিটি ক্যামেরাবন্দি করেন আমির হামজা। ছবিতে দেখা যায়, বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলামের জানাজায় অংশ নেওয়া মুসল্লিরা শোকাবহ পরিবেশে প্রার্থনা করছেন। পাশে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি শ্রদ্ধা ও সংহতির এক অনন্য দৃশ্য তৈরি করেছে। টাইম ম্যাগাজিন ছবিটিকে মানবিকতা ও কমিউনিটির গভীর বন্ধনের প্রতীক হিসেবে তাদের মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
আমির হামজার এই অর্জনকে ‘বাংলাদেশের শিল্প-সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এই স্বীকৃতি শুধু হামজার শিল্পীসত্তার প্রমাণ নয়, বরং এটি প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের গল্পগুলো মর্যাদা ও গভীরতার সঙ্গে বিশ্বমঞ্চে তুলে ধরার এক অনবদ্য প্রয়াস।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আলোকচিত্রী আমির হামজাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “আসুন, বাংলাদেশের আলোকচিত্রের এই অর্জনকে একসঙ্গে উদ্যাপন করি। ভবিষ্যতেও বিশ্বমঞ্চে আমাদের আলোকচিত্রীদের আরও উজ্জ্বল সাফল্য কামনা করছি।”
নিজের এই অর্জন প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আমির হামজা। তিনি লেখেন, “আমার তোলা এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলামের জানাজার ছবি যুক্ত হয়েছে টাইম ম্যাগাজিনের সর্বশেষ ১০০ ছবির তালিকায়।”



