Top Newsজাতীয়

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আশা সিইসির

মোহনা অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইসির চলা মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, ‘গণভোট নিয়ে সেইভাবে প্রচারণা শুরুই হয়নি এখনো। সরকার এবং ইসি এসকসঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে।’ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো ভালো ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী অ্যাকটিভলি কাজ করছে। আগেও ছুরি ছিনতাই হয়েছে। কিন্তু এগুলো বিচ্ছিন্ন ঘটনা। পরিস্থিতি এখনের চেয়ে আরও ভালো হবে।’

‘আমার তো আইন দিয়ে, শাসনতন্ত্র দিয়ে চলতে হয়। সুতরাং আমরা এখন তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচার-প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে। আমরা সকলে মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করব। আর একটা শুনেন, আপনাদেরও তো একটা দায়িত্ব আছে, আপনারা এই দেশের নাগরিক। আমরা আপনাদেরও মূল্যায়ন করি। আমাদের সবার কিন্তু যৌথ দায়িত্ব। প্রচারণাটা যেহেতু আপনারা ইউ আর দ্য মেম্বারস অব দ্য মিডিয়া, ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু… টু পাবলিসাইজ দিস রেফারেন্ডাম, দ্য ইস্যুস ইন দ্য রেফারেন্ডাম। এটা আপনাদেরও দায়িত্ব আছে। যে রেফারেন্ডামে কি কি বিষয়গুলো আসছে, আপনারা ওটা প্রচার করবেন। আমরা তো আমাদের পক্ষ থেকে, আপনারা ব্যাপক প্রচার শুরু হবে দেখবেন ইনশাআল্লাহ।’

আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলাটা বলি। আমি ওই সেদিন বলেছিলাম, ফিফথ অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর… রাত্রে তো ঘুমাইতে পারি নাই। নো পুলিশ স্টেশন ওয়াজ ওয়ার্কিং, অপারেশনাল। আমরা নিজেরা নিজেদের সিকিউরিটিতে থাকতে হয়েছে। এখন কি সেই অবস্থা আছে? থিংস হ্যাভ ইমপ্রুভড মাচ হায়ার। আগের মতো তো এটা নাই। এখন তো এভরিবডি ক্যান স্লিপ এট হোম। শান্তিতে ঘুমাইতে পারতেছেন। আপনি শান্তিতে আসছেন, এই পর্যন্ত আগাইয়া আসছেন, আপনার ক্যামেরা কি কেউ পথে চিন্তাই করছে? করে নাই তো।’

‘ল’ এন্ড অর্ডার সিচুয়েশন তো ইমপ্রুভ করে গেছে, অনেক ইমপ্রুভ করেছে। এবং আমরা তো কন্টিনিউয়াসলি উই আর কো-অর্ডিনেটিং উইথ দ্য ল’ এনফোর্সমেন্ট এজেন্সিস। আপনারা দেখতেছেন, আপনারা কভার করেছেন। আমরা বিভিন্ন ল’ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছি। এবং পুলিশ… পুলিশ, আনসার, বিজিবি, আর্মি… মানে ডিফেন্স, অল ডিফেন্স ফোর্সেস, আনসার… অল আর একটিভলি ইনভলভড এবং দে অল আর অন বোর্ড। এদের ট্রেনিং হচ্ছে, এই ধরনের মক ভোটিং তো তারাও করেছে। ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি… দেখেন বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ওয়াজ নেভার পারফেক্ট, বইলা লাভ নাই। চুরি-চিন্তাই, মারামারি এগুলা কি আগে ছিল না? আগেও তো ছিল, সবসময়ই তো ছিল।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button