ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে শনিবার ঢাকায় যে মহড়া চলছে, তাতে অব্যবস্থাপনা দেখে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ নতুন করে ভোটগ্রহণ শুরু করেছেন।
রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শনিবার সকাল ৮টা থেকে চারটি বুথে ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু ভোট শুরুর প্রথম ঘণ্টাতেই কেন্দ্রটিতে দেখা যায় হ-য-ব-র-ল অবস্থার চিত্র। মক ভোটিংয়ের মূল উদ্দেশ্য ছিল সংসদ ও গণভোট একত্রে দিতে কত সময় লাগে এবং ভোট ব্যবস্থাপনায় কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে তা চিহ্নিত করা। প্রথম ঘণ্টায় চারটি বুথে যথাক্রমে ২৩, ৩৭, ২৭ ও ২১ জন ভোট দিয়েছেন। ভোট দেওয়ার গড়ে সময় ছিল এক মিনিট। ভোটাররা জানান, সংসদ নির্বাচনের ব্যালটে ভোট দেওয়া সহজ হলেও গণভোটে ‘হ্যাঁ/না’ ভোট বুঝে না বুঝেই দিয়েছেন।
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ ভোটকেন্দ্রের হ-য-ব-র-ল অবস্থা দেখে কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং ভোট দিতে কত সময় লাগে তা নিজেই তদারকি শুরু করেন। পুরুষ ও নারী ভোটকেন্দ্রের জন্য ২০ জন করে ভোটার বাছাই করে নতুনভাবে ‘মক ভোটিং’ শুরু করেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “ভোটের লাইনে দাঁড়ানো থেকে ভোট দেওয়া পর্যন্ত কত সময় লাগে তা দেখতে হবে। কারণ এ সময়টার ওপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে অনেক কিছু।
“ভোট কক্ষের সংখ্যা ঠিক আছে কি না, গোপন কক্ষের সংখ্যা ঠিক আছে কি না, ভোটকেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে কি না ইত্যাদি। শুধুমাত্র এখানে নাটক করার জন্য এ কাজটা নয়, কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম হযবরল ও অরাজকতা থাকতে এ কাজ করে লাভ নেই।”
ভোটার ছাড়া অন্যদের সরিয়ে দিয়ে ‘মক ভোটিং’ এর কাজে সহায়তা করার অনুরোধ জানান তিনি। প্রথম ঘণ্টায় চারটি বুথে ২৩ জন, ৩৭ জন, ২৭ জন ও ২১ জন ভোট দিয়েছে বলে জানান সহকারী প্রিজাইডিং অফিসার। একাধিক ভোটার জানিয়েছেন, সংসদ ও গণভোটের ভোট দিতে লেগেছে গড়ে ১ মিনিট সময়।
মক ভোটিংয়ে ভোটারদের সহায়তায় সহকারী প্রিজাইডিং অফিসারদের পক্ষ থেকে ভোটার সিরিয়াল জানানো, ভোটকেন্দ্রে পৌঁছানো, তালিকা যাচাই, ব্যালট সরবরাহ, সিল ও কালি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। ফলে প্রত্যেক ভোটারের জন্য গড়ে এক মিনিট সময় লাগছে।
গণভোটের ব্যালট পেপারে সংবিধান সংস্কারের গুরুত্বপূর্ণ চারটি প্রস্তাব রাখা হয়েছে, যেগুলোর বিপরীতে ভোটারদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে হবে। এছাড়া আলাদা ব্যালটে সংসদ নির্বাচনের প্রার্থী ও প্রতীকের তালিকা রয়েছে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, ‘মক ভোটিংয়ের মাধ্যমে ভোট দিতে কত সময় লাগে এবং ব্যবস্থাপনায় কি ধরনের বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন তা পর্যালোচনা করা হবে।’
শেরেবাংলা নগর উচ্চ বালিকা বিদ্যালয়ের কেন্দ্রটি উৎসুক জনতা ও সাংবাদিকদের উপস্থিতিতে সরগরম ছিল। আগামীতে ভোট ব্যবস্থাপনা ও গণভোটের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ঠিক করার জন্য এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



