বিনোদন

নতুন ছবিতে জুটি বাঁধছেন আরিফিন শুভ-মিম

মোহনা অনলাইন

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম চার বছর পর আবারো একসঙ্গে বড় পর্দায় জুটি বেঁধেছেন। পরিচালক সাইফ চন্দনের নতুন সিনেমায় শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে, তবে সিনেমার নাম এখনো চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। ভিন্ন সূত্রে জানা গেছে, ছবিটির সম্ভাব্য নাম ‘মালিক’ বা ‘শিকার’ হতে পারে।

শুটিং চলছে গোপন ও সুশৃঙ্খলভাবে। চলতি মাসের শুরুতে রাজশাহীর পবা এলাকায় শুটিং শুরু হয়। বর্তমানে নাটোরে কাজ চলছে। গল্পের ঘরানা অ্যাকশন, যেখানে দর্শকরা শুভ ও মিমকে একদম নতুনভাবে দেখবেন। চরিত্রের প্রয়োজন অনুযায়ী দুজনই কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন।

মিমের জন্য নতুন সিনেমার প্রস্তুতি ছিল তীব্র। তিনি টানা দেড় মাস মহড়া করেছেন। শুধু অভিনয় নয়, মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন কোরিওগ্রাফির ওপরও প্রশিক্ষণ নিয়েছেন। আরিফিন শুভও একই সময় ধরে নিজেকে প্রস্তুত করেছেন। দীর্ঘদিন কোনো ছবি মুক্তি না পাওয়ায় দুজনই আরও মনোযোগী। শুভর সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ছিল ‘নীলচক্র’।

পরিচালক সাইফ চন্দন সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চাননি। তিনি কেবল বলেন, “এখনই কিছু বলতে চাই না। সময় হলে সব জানাব।” তবে সিনেমাটি আগামী ঈদুল ফিতরেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। শুটিং শেষে বিদেশে একটি আইটেম গানের দৃশ্য ধারণ করা হবে। এছাড়া কিছু প্যাচওয়ার্ক ও ডাবিং বাকি রয়েছে।

আরিফিন শুভর হাতে আরও কয়েকটি বড় প্রজেক্ট রয়েছে। রায়হান রাফী পরিচালিত ‘নূর’ মুক্তির অপেক্ষায় আছে। এতে তাঁর সহশিল্পী জান্নাতুল ঐশী। এছাড়া অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’–এ অভিনয় করেছেন, যেখানে নুসরাত ফারিয়ার সঙ্গে কাজ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত শুভ—হিন্দি সিরিজ ‘জ্যাজ সিটি’তে অভিনয় করেছেন তিনি।

বিদ্যা সিনহা মিমও ব্যস্ত। বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের ফটোশুটে অংশ নিয়েছেন। এছাড়া শুটিং শেষ করেছেন ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার। শমী কায়সার প্রযোজিত এই সিনেমায় মিমকে দেখা যাবে শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে।

দর্শকরা শিগগিরই এই নতুন জুটি একসঙ্গে বড় পর্দায় দেখতে পাবেন। শুভ ও মিমের অভিনয়, শক্তিশালী অ্যাকশন দৃশ্য এবং চলচ্চিত্রের ভিজ্যুয়াল উপস্থাপনাকে কেন্দ্র করে সিনেমাটি চলচ্চিত্রপ্রেমীদের জন্য আকর্ষণীয় হবে।

শুটিং প্রক্রিয়ার গোপনীয়তা এবং কঠোর প্রস্তুতির কারণে নির্মাতা দল সংবাদ প্রকাশে সতর্ক। চলচ্চিত্রটির মুক্তি এবং শুভ-মিমের নতুন জুটির উপস্থিতি বিনোদন জগতকে উদ্দীপ্ত করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button