পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া অতিক্রম করে প্রায় ৭০ কিলোমিটার গভীর সমুদ্রে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। হঠাৎই একটি লাইটার জাহাজের ডেকে লাফিয়ে ওঠে তিন মণ ইলিশ। শনিবার (২৯ নভেম্বর) ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ধারণ করা হয় গত বৃহস্পতিবার দুপুরে। কয়লা বহনকারী লাইটার জাহাজ ‘এমভি ক্যাসেল গ্যালাডিয়েটর’ পায়রা বন্দর তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটির দিকে ফিরছিল। তখনই জাহাজের প্রকৌশলী রবিউল হোসেন মোবাইলে ধারণ করেন প্রায় ১০ সেকেন্ডের সেই অভাবনীয় মুহূর্ত। তিনি জানান, এমন দৃশ্য এর আগে কখনোই দেখেননি তারা।
জানা গেছে, জাহাজটির দুই পাশ ঘিরে হঠাৎই ছোট ইলিশ লাফাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেই ইলিশগুলো ডেকে উঠে ছুটোছুটি করতে থাকে। জাহাজের কর্মীরা দ্রুত এগিয়ে গিয়ে প্রায় তিন মণ ইলিশ সংগ্রহ করতে সক্ষম হন। বাকিগুলো আবার সাগরেই পড়ে যায়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে বড় শিকারি মাছ বা জোরালো স্রোতের কারণে ইলিশগুলো আতঙ্কিত হয়ে ওপরে লাফ দিতে পারে। তবে যাই ঘটুক না কেন, সঠিকভাবে সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা পালন হওয়ায় সমুদ্রে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে মনে করি।



