Top Newsসংবাদ সারাদেশ

১২শ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে তিন জাহাজ

মোহনা অনলাইন

১২শ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে মৌসুমের প্রথম যাত্রা করেছে তিনটি জাহাজ। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজগুলো রওনা করে।

ভোর থেকেই ঘাটে ভিড় জমাতে থাকেন বিভিন্ন জেলার পর্যটকরা। নিরাপত্তা যাচাই ও টিকিট স্ক্যান শেষে প্রতিটি যাত্রীর হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয় পরিবেশবান্ধব পানির বোতল।

ঢাকা থেকে আসা মো. ওবাইদুল হক বলেন, ‘প্রথমবার সেন্টমার্টিন যাচ্ছি- ব্যাপারটা বেশ রোমাঞ্চকর। প্রশাসনের ব্যবস্থাপনাও ভালো লাগছে। আশা করি সুন্দর সময় কাটবে।’

সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন অনুমোদিত জাহাজগুলোতে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দ্বীপে রাত্রিযাপনের অনুমতি থাকছে। যাত্রার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত অনলাইন প্ল্যাটফর্ম থেকেই টিকিট সংগ্রহ করতে হবে, যেখানে ট্রাভেল পাস ও কিউআর কোড বাধ্যতামূলক।

জাহাজ মালিকদের ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ৬টি জাহাজকে প্রশাসন অনুমতি দিয়েছে, যাত্রীর আনুপাতিক হার বিবেচনায় আজ ৩টি জাহাজ যাচ্ছে। জোয়ার-ভাটা ও নদীর নাব্যতা বিবেচনায় প্রতিদিনের যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে। সেন্টমার্টিন থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো বিকেলে আবার কক্সবাজারের উদ্দেশে ফিরবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button