Top Newsরাজনীতি

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

মোহনা অনলাইন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে যোগ দেন তিনি।

এসময় রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আজকে আনুষ্ঠানিকভাবে আমি দলের সদস্য হয়েছি।

মির্জা ফখরুল এ সময় বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। চেয়ারম্যান খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। বিএনপির ৩১ দফার আলোকে তিনি দেশের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তিনি হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিএনপি ইতিমধ্যেই ২২৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রেখেছে।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর তিনি গণফোরামে, গণঅধিকার পরিষদে এবং আমজনতার দলে নেতৃত্ব দিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button