বিএনপি প্রধান সুস্থ হয়ে উঠবেন এমন আশাবাদ ব্যক্ত করে তার শারীরিক অবস্থা নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন।
মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
ডা. জাহিদ বলেন, ২৭ তারিখ থেকে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। বিভিন্ন গুজব, বিভিন্ন বক্তব্য দেখার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তদারকি করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন। আশা করছি, এই যাত্রায় সবার দোয়ায় খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন।
তিনি আরও বলেন, দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই।



