Top Newsজাতীয়

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে সরকার

মোহনা অনলাইন

বিএন‌পির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চি‌কিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি। এ অবস্থায় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা আলোচনা চলছে। এরই প্রেক্ষিতে সরকারের পক্ষে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তাঁর পরিবার বা দলের পক্ষে সরকারেক এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

লন্ডনে থাকা তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান। চাওয়া মাত্র ইস্যু করা হবে।

এর আগে গত ৩০ নভেম্বর লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই তাকে ‘ওয়ান টাইম পাস’ দিতে পারার কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি তখন বলেন, এটাতে একদিন লাগে। কাজেই এটা উনি যদি আজকে বলেন যে, উনি আসবেন, আগামীকাল হয়ত আমরা এটা দিলে পরশুদিন প্লেনে উঠতে পারবেন। কোনো অসুবিধা নাই। এটা আমরা দিতে পারব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button