জাতীয়

বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে হাইকোর্টের রুল

মোহনা অনলাইন

রাজধানী ঢাকাসহ সারাদেশের সব সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে বাড়িভাড়া নিয়ন্ত্রণে ১৯৯১ সালে প্রণীত ‘ভবন ভাড়া নিয়ন্ত্রণ আইন’ দ্রুত কার্যকর করতে এবং বাড়িভাড়া দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ এক মাসের ভাড়া অগ্রিম জামানত হিসেবে নেয়ার বিধান করতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, করপোরেশন সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ভাড়াটিয়াদের অধিকার ও সুরক্ষা এবং বাড়িওয়ালাদের অযৌক্তিক ভাড়া আদায় বন্ধে জনস্বার্থে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক।

রিট আবেদনে বলা হয়, বর্তমানে দেশের কোনো সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া নির্ধারণে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। ফলে বাড়িওয়ালারা ইচ্ছেমতো ভাড়া নির্ধারণ করছেন এবং অনেক ক্ষেত্রে তিন-চার মাসের অগ্রিম ভাড়া জামানত হিসেবে নিচ্ছেন, যা ভাড়াটিয়াদের ওপর চাপ সৃষ্টি করছে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button