পাকিস্তানের সেনাবাহিনী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ ব্যক্তি’ হিসেবে মন্তব্য করেছে। এর আগে ইমরান খান নিজেই সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলেছিলেন। এরপরই পাকিস্তান সেনাবাহিনী তার বিরুদ্ধে এমন মন্তব্য করেছে ।
শুক্রবার (৫ ডিসেম্বর) সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক ব্রিফিংয়ে জানান, কারাগারে থাকা ইমরান খান বাইরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করেছেন, যা উত্তেজনা সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, ইমরান খান আত্মকেন্দ্রিক এবং তার কথা হলো যদি তিনি ক্ষমতায় না থাকেন, তাহলে কোনো কিছু থাকতে পারবে না। যারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান, তাদেরকে সেনাবাহিনীকে আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
দুই দিন আগে ইমরান খানের বোন উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করেন। দেখা শেষে তিনি জানিয়েছেন, ইমরান সেনাপ্রধান অসীম মুনিরের কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ।
ইমরান খানের মুখপাত্র জুলফিকার বুখারি এই ব্রিফিংয়ের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সেনাবাহিনী এই ব্রিফিংয়ের মাধ্যমে ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) উত্তেজিত করতে চাইছে এবং তাদের ওপর চলমান অভিযানকে বৈধতা দিতে চাচ্ছে।



