পুঁজিবাজারের কমেছে সূচক ও লেনদেন

বাজেট উত্থাপনের পর, সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার বাজারে সূচক কমেছে ৪৮ পয়েন্ট। আর লেনদেন হয়েছে মাত্র ৬৩৬ কোটি টাকার শেয়ার। তাদের জন্য কোন সুখবর নেই উল্লেখ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বলেন, পুঁজিবাজারকে বাদ দিয়েই এবারের বাজেট করা হয়েছে। আর মানুষের আয় না বাড়লে পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফিরবে না বলে মনে করেন বিশ্লেষকরা।
নতুন বাজেট প্রস্তাবনায় পুঁজিবাজারে মন্দাভাব দূর হবে, এমন আশায় ছিলেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। কিন্তু সে আশায় গুড়ে বালি । বাজেটে তাদের কথা ভাবাই হয়নি বলে মনে করছেন তারা।
ফলে বাজেট উত্থাপনের পর, সপ্তাহের প্রথম দিনই ঘটেছে দরপতন। সূচক কমেছে ৪৮ পয়েন্ট। আর লেনদেন হয়েছে সাড়ে ছয়শ কোটি টাকারও কম। বাজেটে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিলের প্রস্তাবে হতাশ তারা।
তবে ম্যানুফ্রাকচারিং খাতে কর্পোরেট কর আড়াই শতাংশ ও টেক্সটাইলে ১০ শতাংশ কমেছে। এতে এ দুইখাতের বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তিতে আছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
আর মাথাপিছু আয় এবং সঞ্চয় না বাড়লে পুঁজিবাজারে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানান বিশ্লেষকরা।
তাই সাধারণ মানুষের আয় বৃদ্ধি ও সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে কর্মসূচি নেয়ার পরামর্শ দেন এই বিশ্লেষক।