গোদাগাড়ীতে সার সুপারিশমালা ও কার্ড ব্যবহারের উপকারিতা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাজশাহী প্রতিনিধি : মেহেদী হাসান শ্যামল

রাজশাহীর গোদাগাড়ীতে সার সুপারিশমালা কার্ড ব্যবহার ও এর উপকারিতা নিয়ে কৃষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুন) গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি ঈদগাহ মাঠে অস্ট্রেলিয়ার দাতা সংস্থা এসিআইএআর এবং বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশন এর যৌথ অর্থায়নে সুষম সার প্রয়োগ নিশ্চিত করনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন , গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারডক বিশ্ববিদ্যালয় অষ্ট্রেলিয়ার প্রফেসর ডঃ রিচার্ড ডব্লিউ বেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডজাক্ট এসোসিয়েট প্রফেসর ডঃ মোঃ এনামুল হক, বি এ আর আই এর ডঃ সাইদুর রহমান, কৃষি গবেষনা ইনস্টিটিউটের ডক্টর জগদিস চন্দ্র বর্মন , বি এ আর আই এস এস ও জাহিদুল ইসলাম, ইউ এ ও  সারমিন সুলতানা, এস এ এ ও হাবিবুর রহমান, পি আই ও টি এ ও  আরিফ উজ-জামান ,ও উপজেলার কার্ডধারী কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন।

জমির উর্বরতা শক্তি ও জমির স্বাস্থ্য নিয়ে গবেষণামূলক কাজ করে চলেছে এই প্রকল্প।
মতবিনিময় সভায় বাংলাদেশের কৃষকের মান উন্নয়নের লক্ষ্যে এবং জমির উর্বরতা ও সারের বিনিয়োগে সচেতনতা নিয়ে আলোচনা করা হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button