বাবার সাথে সব সম্পর্ক ছিন্ন করছেন ইলন মাস্কের কন্যা
ইলন মাস্কের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন তার ট্রান্সজেন্ডার মেয়ে ভিভিয়ান জেনা উইলসন।
বুধবার (২২ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিকভাবে নিজের নাম ও লিঙ্গ পরিচয় পরিবর্তন করার আবেদন করেছেন তিনি।
১৮ বছর বয়সী ভিভিয়ান জেনা উইলসন আগে পরিচিত ছিলেন জেভিয়ার অ্যালেকজান্ডার মাস্ক নামে। তবে স্যান্টা মনিকার একটি আদালতে নাম পরিবর্তন ও নতুন জন্ম সনদের জন্য আবেদন করেছেন তিনি।
গত এপ্রিল মাসে এ আবেদন করলেও এ খবরটি সম্প্রতি সবার সামনে আসে।
কোনোভাবেই নিজের বায়োলজিক্যাল বাবার সাথে সম্পর্কিত হতে চাননা বলে জানিয়েছেন ভিভিয়ান। তবে কি কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।
এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি ইলন মাস্ক। ২০০০ সালে ভিভিয়ানের মা ও কানাডীয় লেখক জাস্টিন উইলসনের সাথে বিয়ে হয় তার। বিবাহবিচ্ছেদ হয় ২০০৮ সালে।
ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যুতে নানা মন্তব্য করে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনায় এসেছেন ইলন মাস্ক।