প্রিপেইড মিটারের রিচার্জ কার্যক্রম বন্ধ থাকবে দুই দিন।
ঢাকায় প্রিপেইড মিটারের রিচার্জ কার্যক্রম বন্ধ থাকবে দুই দিন। ফলে এই দুদিনে কোন গ্রাহক মিটারের রিচার্জ করতে পারবেন না। যা কার্যক্রম হবে ৩০ জুন রাত থেকে।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এই বিদ্যুৎ কোম্পানিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জুন) রাত থেকে ২ জুলাই (শনিবার) রাত পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির প্রিপেইড মিটার রিচার্জ কার্যক্রম।
বৃহস্পতিবার রাত ৯টা ৫৯ মিনিট থেকে ২ জুলাই শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সব ধরনের প্রিপেইড মিটার রিচার্জ কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখিত সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদরে মিটারে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখতে পরামর্শ দিয়েছে ডেসকো।
সেই সঙ্গে যে কোনো প্রয়োজনে ১৬১২০ নম্বরে ফোন করে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে ডেসকোর পক্ষ থেকে।