স্বাধীনতার ৫০ বছরেও যে গ্রামে তৈরি হয়নি রাস্তাঘাট, নৌকাই প্রধান বাহন
ঝালকাঠি প্রতিনিধি: মো: রুহুল আমিন রুবেল
স্বাধীনতার ৫০ বছরেও গড়ে ওঠেনি সড়ক যোগাযোগ। বর্ষা মৌসুমে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হয় নৌকাতেই। ভাবতে অবাক লাগলেও এটি ঝালকাঠি সদর উপজেলার কাফুড়কাঠি গ্রাম। জেলার সীমান্তবর্তী এ গ্রামটি পিরোজপুর জেলার কুড়িয়ানা এবং বরিশাল জেলার বানারীপাড়ার লাগোয়া। গ্রামটিতে ৫’শ পরিবার রয়েছে। শিক্ষা-দীক্ষায়ও এগিয়ে। রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। অসংখ্য শিক্ষার্থী স্কুলে পড়ছে। পথঘাট না থাকায় বর্ষা মৌসুমে চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হয় তাদের। আর অসুস্থ রোগী পরিবহনের কথাতো ভাবাই যায় না। কিন্তু কৃষি ক্ষেত্রে এ গ্রামের মানুষের অনেক অবদান রয়েছে। বর্ষা মৌসুমজুড়ে পেয়ারা আর আমড়া ছাড়াও বারোমাস এখানকার অসংখ্য কৃষক শাখ-সবজি ফলিয়ে নিজেদের চাহিদা মিটিয়ে আশপাশের বাজারগুলোতে যোগান দেয়। সীমাহীন দুর্ভোগে গ্রামবাসীর ক্ষোভের শেষ নেই।