ইরাকে সহিংসতায় ১৫ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
ইরাকে সহিংসতায় ১৫ জন নিহত হয়েছে। সোমবার, দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদরের রাজনীতি ছাড়ার ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে রাজধানী বাগদাদে।
সুরক্ষিত কূটনৈতিক এলাকা গ্রীন জোনে ঢুকে পড়ে সদরের সমর্থকরা। তাদের ঠেকাতে গুলিবর্ষন করে পুলিশ। এসময় আরও উত্তেজিত হয়ে পড়লে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা।
এসময় অন্তত ৩৫০ জন আহত হয়। নিহতদের সবাই সদরের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। সহিংসতা এড়াতে সোমবার সন্ধ্যা থেকে দেশজুড়ে কারফিউ জারি করা হয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মন্ত্রিসভার অধিবেশন স্থগিত করেন প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমি।
অক্টোবরে, মুক্তাদা আল সদরের অনুগত প্রার্থীরা ইরাকের পার্লামেন্টে সর্বাধিক আসন জিতেছিল। কিন্তু তিনি সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পেতে ব্যর্থ হন। এরপর থেকে তিনি ইরান-সমর্থিত শিয়া গোষ্ঠীর সাথে আলোচনা করতে অস্বীকার করেছেন।এরপর প্রায় এক বছরের রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে।