টানা তিন সপ্তাহ চাঙ্গা শেয়ারবাজার
মনিরুল ইসলাম
প্রায় ছমাস পর টানা তিন সপ্তাহ ধরে চাঙ্গা শেয়ার বাজার। ফলে নিষ্ক্রিয় বিনিয়োগকারীরাও সক্রিয় হতে শুরু করেছেন। ব্যক্তির পাশাপাশি বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগও। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া ৩৭৫ প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দর বেড়েছে। মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির কোনো প্রভাব শেয়ারবাজারে পড়বে না বলে মনে করছেন বিনিয়োগকারীরা।
টানা তিন সপ্তাহ চাঙ্গা শেয়ারবাজার। এ সময়ে বাজারে মূলধন বেড়েছে ১৮ হাজার ৬১৯ কোটি টাকা। গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের চারদিনই লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। বেড়েছে মূল্যসূচকও।
গেল সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৮৮৫ কোটি টাকা,যা আগের সপ্তাহ থেকে ৮ হাজার ৬৪৫ কোটি টাকা বেশি।
চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে ২ হাজার ২৯৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা বৃহস্পতিবারের তুলনায় ৪০৬ কোটি ৮৬ লাখ টাকা বেশি। সংশ্লিষ্টদের বিশ্বাস, মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারবে না।
বর্তমান ধারাবাহিকতা বজায় থাকলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে বলে মনে করেন লংকাবাংলা সিকিউরিটিজের এক কর্মকর্তা। বিনিয়োগের আগে বাজার পর্যালোচনাসহ সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পরামর্শও দিয়েছেন তিনি।