শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজ ৪৫ ভাগ সম্পন্ন
মাইনুল হোসেন পিন্নু
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ প্রায় ৪৫ ভাগ শেষ হয়েছে। আগামী বছর অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন বলে আশা করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। দুপুরে নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে তিনি আরও জানান, যাত্রীসেবা নিশ্চিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনিয়ম-দুর্নীতিতে জড়িতদের শাস্তির আওতায় আনা হচ্ছে।
সেবার মান বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ বিমানের অবস্থান শক্ত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ চলছে। করোনার ধাক্কা কাটিয়ে পুরোদমে চলছে নির্মাণযজ্ঞ।
আরো পড়ুন: পাবজি গেম খেলতে বাঁধা দেয়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা
কাজের অগ্রগতি পরিদর্শন করেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। জানান, লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে চলেছে কাজ।কাজের মানের ক্ষেত্রে ছাড় দেয়া হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে প্রকল্পের ব্যয় বাড়ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাত্রী সেবা নিশ্চিতে অনিয়মে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান মাহবুব আলী।