ডাক্তার না হয়েও ডাক্তারি চিকিৎসা দিচ্ছেন নজরুল (ভিডিও)
রেযা খান
রাজধানীর কাফরুলে চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে নজরুল ইসলাম নামে কথিত এক ডাক্তার। স্থানীয়দের অভিযোগ, ডাক্তার নামধারী এ ব্যক্তির নেই কোন প্রাতিষ্ঠানিক সনদ এবং হাসপাতাল ও ডায়াগনিস্টক সেন্টার পরিচালনার কোন লাইসেন্স।
চিকিৎসার নামে কাফরুলের এই হাসপাতালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দীর্ঘদিনের। ভেতরে ঢুকলেই চোখে পড়বে নামকাওয়াস্তে পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে সেবা। পরিবেশই বলে দিচ্ছে,চিকিৎসার নামে এখানে চলে ব্যবসা।
স্টাফ বলতে মাত্র তিনজন- একজন রিসিপশনিস্ট,একজন আয়া ও একজন টেকনোলজিস্ট। হাসপাতাল পরিচালনার জন্য লাইসেন্স আছে কী-না তাও জানা নেই কারো।
ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, চিকিৎসার নামে প্রতারণা চলে এখানে।কথিত ডাক্তার নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগেরও অন্ত নেই। হাসপাতালের জন্য বাকিতে কেনা এসির টাকাও তিনি পরিশোধ করেননি। এ নিয়ে বিক্রেতাও বেশ ক্ষুব্ধ।
হাসপাতাল ভবনের মালিক ইউরোপ প্রবাসী আজহারুল হক ফেরদৌস জানান, ভাড়া বাবদ নজরুলের কাছে তার পাওনা ৩২ লাখ টাকা।
যদিও এসব সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন কথিত ডাক্তার নজরুল ইসলাম।
আরোও পড়ুন : আদালতে মামুনুল হক, ধর্ষণ মামলায় দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্যগ্রহণ
শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দেন সারাদেশের অবৈধ হাসপাতাল ও ডায়াগনিস্টক সেন্টার বন্ধ করে দেয়ার। তবুও এইরকম অবৈধ হাসপাতাল ও ডায়াগনিস্টক সেন্টার দিব্যি তাদের প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছে । নেই কোন তদারকি ।
কাফরুলের কথিত এই ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।